নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে কর্মরত স্যাটেলাইট টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীদের পেশাগত সম্প্রীতি বৃদ্ধি ও সৌহার্দ্য উন্নয়নের লক্ষ্যে এক আনন্দঘন মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাতে নোয়াখালী প্রেস ক্লাব মিলনায়তনে নোয়াখালী টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে এ মিলনমেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক, বৈশাখী টেলিভিশনের জেলা সংবাদদাতা ও দৈনিক নবধারার জেলা প্রতিনিধি লিয়াকত আলী খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব, এখন টিভির জেলা প্রতিনিধি নাসিম শুভ।
মিলনমেলায় বক্তব্য রাখেন নোয়াখালী প্রেস ক্লাবের একাধিকবারের সভাপতি বখতিয়ার শিকদার, সংগঠনের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোহেলসহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সিনিয়র সাংবাদিকরা।
বক্তারা বলেন, এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত সম্পর্ক সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি অভিজ্ঞতা বিনিময়, দক্ষতা বৃদ্ধি এবং পেশাগত নানা চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করার সুযোগ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা গণমাধ্যমের মানোন্নয়ন, পেশাগত ঐক্য এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
মিলনমেলায় নোয়াখালী জেলায় কর্মরত প্রায় শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.