শেরপুর প্রতিনিধি
শেরপুরের ঝিনাইগাতীতে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতি লিমিটেডের প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার খৈলকুড়া এলাকায় শামসুল হক ভবনে অবস্থিত সমিতির কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা সমবায় অফিসার সাহাদত হোসেন। তিনি বলেন, সমবায় সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তির একটি কার্যকর হাতিয়ার। সঠিক ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও নিয়মিত কার্যক্রমের মাধ্যমে সমবায়কে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে। কৃষিভিত্তিক সমবায় গ্রামীণ অর্থনীতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ সময় তিনি সমবায়ের হিসাব-নিকাশ নিয়মতান্ত্রিকভাবে সংরক্ষণ এবং সরকারি নির্দেশনা মেনে কার্যক্রম পরিচালনার ওপর গুরত্বরোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইগাতী উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ রুকুনুজ্জামান। তিনি বলেন, অল্প সময়ের মধ্যেই অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির অর্জন প্রশংসনীয়। সদস্যদের মধ্যে ঐক্য বজায় রেখে নিয়মিত সভা, সঞ্চয় ও বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করলে ভবিষ্যতে এই সমবায় একটি আদর্শ সমবায় হিসেবে গড়ে উঠবে। তিনি সমবায়ের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং সদস্যদের আত্মনির্ভরশীল করে তোলার আহ্বান জানান।
সমিতির সভাপতি মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন জেলা সমবায় পরিদর্শক মোহাম্মদ আলিমুল আজিম, সমিতির ক্রেডিট অফিসার বেলাল মিয়া, কাঞ্চন আলম ফনিসসহ সমবায়ের অন্যান্য সদস্যবৃন্দ।
সভাপতির বক্তব্যে মো. ইসমাইল হোসেন বলেন, সমবায়ের মূল শক্তি হলো সদস্যদের আন্তরিকতা ও সততা। সবাই একযোগে কাজ করলে এই সমবায় কৃষিভিত্তিক উন্নয়নের একটি সফল মডেল হিসেবে গড়ে উঠবে।
সভায় বক্তারা সমবায়ের মাধ্যমে কৃষিভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন, সদস্যদের আত্মনির্ভরশীলতা এবং টেকসই সমবায় ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সমবায়ের কার্যক্রম আরও গতিশীল ও স্বচ্ছ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে সমবায়ের সার্বিক অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.