বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
নয়টি উপজেলার সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে পাইলট প্রকল্প (সংশোধিত ১০ টি উপজেলা ) (১ম সংশোধিত ) নিয়ে জামালপুরের বকশীগঞ্জে গণশুনানি কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নগর উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বকশীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে গুণশুনানি কার্যক্রম শুরু করা হয়। ১৫ জানুয়ারি থেকে আগামি ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত এই গণশুনানি চলবে।
গণশুনানিতে উপজেলার জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ উন্নয়ন পরিকল্পনা নিয়ে নিজ নিজ মতামত প্রদান করতে পারবেন।
উক্ত প্রকল্পের সিনিয়র প্ল্যানার ও প্রকল্প পরিচালক কাজী মো. ফজলুল হক, প্রকল্পের মাস্টার প্লান বাস্তবায়নে স্থানীয়দের গুরুত্বপূর্ণ মতামত প্রদানে গণশুনানিতে অংশ নেওয়ার আহবান জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

