Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৫ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে অটোভ্যান চালকের হাত-পা বেঁধে গাড়ি ছিনতাই

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
জানুয়ারি ১৫, ২০২৬ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে সড়কে গাছ ফেলে গতিরোধ করে এক অটোভ্যান চালকের হাত-পা বেঁধে তার গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার অটোভ্যান চালকের নাম মো. দুলাল হোসেন (৫০)। তিনি ভবানীপুর ইউনিয়নের আটাইল গ্রামের মৃত তফের আলীর ছেলে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে দুলাল হোসেন প্রতিদিন ভোরে স্থানীয় ‘নাবিল হাইওয়ে হোটেল’-এর কর্মচারীদের কর্মস্থলে পৌঁছে দেওয়ার কাজ করতেন। বৃহস্পতিবার ভোরে অটোভ্যান নিয়ে বের হয়ে ভবানীপুর আঞ্চলিক সড়কের তেঁতুলতলা এলাকায় পৌঁছালে ৫ জনের একদল সংঘবদ্ধ দুর্বৃত্ত রাস্তার ওপর গাছের গুঁড়ি ফেলে তার গতিরোধ করে।

এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্রের মুখে দুলাল হোসেনকে জিম্মি করে হাত-পা বেঁধে রাস্তার পাশে ফেলে রাখে। পরে তারা প্রায় দেড় লাখ টাকা মূল্যের অটোভ্যান, চালকের কাছে থাকা নগদ ৭৫০ টাকা এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

দুলাল হোসেন বলেন, “হঠাৎ রাস্তায় গাছ দেখে থামতেই তারা আমাকে ঘিরে ধরে। তাদের হাতে ধারালো অস্ত্র ছিল। অটোভ্যানটিই ছিল আমার পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম।”

এ ঘটনায় তিনি বৃহস্পতিবার দুপুরে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই সড়কটি নির্জন হওয়ায় সেখানে প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে। বিষয়টি একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, “ছিনতাইয়ের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।