Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৫ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নবীনবরণ অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ১৫, ২০২৬ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (তারিখ উল্লেখযোগ্য হলে যোগ করা যাবে) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর মোঃ আবুল বাশার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রেজাউল করিম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মোঃ রেজাউল করিম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নিয়মিত ক্লাসে উপস্থিতি সাফল্যের অন্যতম চাবিকাঠি। শৃঙ্খলা বজায় রেখে পড়াশোনায় মনোযোগী হওয়া এবং শিক্ষকদের নির্দেশনা মেনে চললে জীবনে সফল হওয়া সম্ভব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক ডক্টর মোঃ জাহাঙ্গীর আলম এবং পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম। তারা শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের পাশাপাশি নৈতিক মূল্যবোধে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের আনন্দিত করে তোলে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।