একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন মেনে চলতে বাইকারদের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১৫ জানুয়ারি) বিকেলে শহরের আব্দুর জহুর ব্রীজ প্রাঙ্গণে সভায় উপস্থিত থেকে বাইকারদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন ওসি মোঃ রতন শেখ, পিপিএম।
মতবিনিময় সভায় ওসি রতন শেখ বলেন, "জীবন সবার আগে। তাই বাইক চালানোর সময় অবশ্যই সার্টিফাইড হেলমেট ব্যবহার করতে হবে এবং গতির সীমাবদ্ধতা মেনে চলতে হবে।" তিনি উল্টো পথে গাড়ি না চালানো এবং অপ্রাপ্তবয়স্কদের হাতে বাইক তুলে না দেওয়ার জন্য অভিভাবকদের প্রতিও আহ্বান জানান।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) আরিফুল্লাহ এস আই মাহমুদুল হাসান
উপ-পরিদর্শক (এসআই): আবু আসাদ
পুলিশ সদস্য: শফিক মিয়া সভায় উপস্থিত বাইকাররা ট্রাফিক আইন মেনে চলার অঙ্গীকার করেন এবং পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানান।
পুলিশ কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের
সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.