বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে ঢাকাস্থ বাবুগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে দোয়া ও মোনাজাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি ) ঢাকার গ্রিন রোড এলাকায় এই দোয়া ও মোনাজাত মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল–৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনের জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী,বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন।
দোয়া ও মোনাজাত মাহফিলে সভাপতিত্ব করেন ঢাকাস্থ বাবুগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি জনাব আবুল কালাম আজাদ। এ সময় ফোরামের সদস্যবৃন্দসহ বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মিজানুর রহমান শামীমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

