দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপি’র নির্বাচনী আচরণবিধি সম্পর্কে সচেতনতামূলক তৃতীয় দিনের কর্মশালায় অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে বিএনপি দলীয় এমপি প্রার্থী রেজা আহামেদ বাচ্চু মোল্লার
তারাগুনিয়াস্থ বাসভবন চত্বরে এ কর্মশালা অনুুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান বক্তা ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
এসময় তিনি নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আচরণবিধি মেনে চলার গুরুত্ব তুলে ধরেন এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন। কর্মশালায় দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া, ফিলিপনগর, মরিচা ও পিয়ারপুর ইউনিয়নের বিএনপি দলীয় নেতা-কর্মীরা অংশ নেয়।
কর্মশালায় বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ, সাবেক যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবুর রহমান লস্কর, সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, সাবেক চেয়ারম্যান জহুরুল করিম বিশ্বাসসহ বিএনপি দলীয় নেতৃবৃন্দ। এসময় তারা বলেন, গণতন্ত্র সুসংহত করতে নির্বাচনকালীন আচরণবিধি মেনে চলা সবার জন্য অপরিহার্য।
প্রত্যেককে যাতে নির্বাচন আচরণবিধি মেনে চলে সে নির্দেশনা দেওয়া হয়। এর আগে গত সোমবার ও মঙ্গলবার উপজেলার ১০ ইউনিয়নের বিএনপি দলীয় নেতা-কর্মীদের নির্বাচনী আচরণবিধি সম্পর্কে সচেতনতামূলক কর্মশালায় অনুষ্ঠিত হয়।
৩দিনের কর্মশালায় দৌলতপুর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

