ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পোস্টাল ব্যালটে ভোটদান সম্পর্কে এক গুরুত্বপূর্ণ উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টা ৩০ মিনিটে উপজেলার ৭নং কালিকাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ভিজিডি সুবিধাভোগী মহিলাদের নিয়ে এই সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মোঃ আলাউল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে প্রতিটি ভোটের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে যারা কর্মস্থল বা অন্য কোনো কারণে ভোটকেন্দ্রে সরাসরি উপস্থিত হতে পারবেন না, তাদের জন্য পোস্টাল ব্যালট একটি চমৎকার সুযোগ। আমাদের লক্ষ্য হলো কোনো ভোটার যেন তার ভোটাধিকার থেকে বঞ্চিত না হন। আপনারা নিজেরা সচেতন হোন এবং অন্যদেরও ভোটদানে উৎসাহিত করুন।
তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসন বদ্ধপরিকর। বিশেষ করে নারীদের ভোটাধিকার নিশ্চিত করতে এবং ভোটদান প্রক্রিয়া সহজতর করতে আমরা ইউনিয়ন পর্যায়ে এই সচেতনতা কার্যক্রম শুরু করেছি। সঠিক নিয়মে ভোট প্রদান করা আপনার নাগরিক দায়িত্ব।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম. নাসির উদ্দিন, ট্যাগ অফিসার এবং অত্র ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। বক্তারা পোস্টাল ব্যালটের নিয়মাবলী এবং নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখতে সাধারণ মানুষের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.