শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা করেছেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকাল ৩টায় শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের উদ্যোগে ভেলুয়া বাজারে এ জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে নুরুজ্জামান বাদল বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম পূর্বশর্ত। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে এবং গণভোটের গুরুত্ব যথাযথভাবে অনুধাবন করতে হবে।
তিনি আরও বলেন, জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমেই একটি জবাবদিহিমূলক ও কল্যাণমুখী সরকার প্রতিষ্ঠা সম্ভব। এ লক্ষ্যে তিনি দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।
আলোচনা সভায় স্থানীয় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.