আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ প্রতিনিধি
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে অনুষ্ঠিতব্য গণভোট ২০২৬ এ অংশগ্রহণ নিশ্চিতকল্পে জেলা পর্যায়ের সকল এনজিও প্রতিনিধিদের সাথে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৫ ই জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সৈয়দা নুরমহল আশরাফী।
সভায় জেলা প্রশাসক বলেন, এনজিওসমূহ প্রান্তিক জনগণের সাথে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে সরাসরি কাজ করেন।এই দেশ আমার আপনার সবার। এই বাংলাদেশকে আপনি কিভাবে গড়তে চান তা আপনার নিজেকেই নির্ধারণ করতে হবে। সকল প্রান্তিক জনগণকে গণভোট ও এর উদ্দেশ্য জানানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম; জেলা নির্বাচন কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং জেলা পর্যায়ের বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.