ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে প্রাথমিক শিক্ষা অফিসের সমন্বয় সভা উপলক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে গণভোট বিষয়ক অবহিতকরণ ও সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাযহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট শেখ মো. আলাউল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শেখ মো. আলাউল ইসলাম বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে মাঠ পর্যায়ে প্রাথমিক শিক্ষকদের ভূমিকা অপরিসীম।
আপনারা নির্বাচনের কারিগর হিসেবে কাজ করেন। তাই ভোটারদের সচেতন করা এবং ভোটকেন্দ্রে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আপনাদের অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে হবে। কোনো প্রকার ভয়-ভীতি বা প্রলোভনের ঊর্ধ্বে থেকে একটি সুন্দর নির্বাচন সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর।
বক্তব্য রাখেন, মো. নূরে আলম সিদ্দিক, সহকারী কমিশনার (ভূমি) আত্রাই মো. নূরে আলম সিদ্দিক, সহকারী নির্বাচন অফিসার মো. ইমরান হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, মো. রবিউল হাসান ও তারিক ইকবাল প্রমুখ। উক্ত সভায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। সভায় আসন্ন নির্বাচনে ভোটগ্রহণের নিয়মাবলী, কেন্দ্রের নিরাপত্তা এবং ভোটারদের উৎসাহিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

