Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৫ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল-৩ আসনে টিপুকে ঘিরে অনিশ্চয়তা, পরিবারের উদ্বেগ

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
জানুয়ারি ১৫, ২০২৬ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনে সাবেক সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুর বিরুদ্ধে একের পর এক নতুন রাজনৈতিক মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এসব ঘটনায় নির্বাচনী পরিবেশ এবং লেভেল প্লেয়িং ফিল্ড বাস্তবায়ন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর পরিবার, দলীয় সমর্থক এবং স্থানীয় পর্যবেক্ষকরা।

পরিবার ও সমর্থকদের অভিযোগ, বিভিন্ন রাজনৈতিক মামলায় নিয়মিতভাবে আদালত থেকে জামিন পাওয়ার পরও পরিকল্পিতভাবে তাঁকে নতুন নতুন মামলায় জড়ানো হচ্ছে। তাঁদের দাবি, এর মূল উদ্দেশ্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাঁর স্বাভাবিক ও সক্রিয় অংশগ্রহণ ব্যাহত করা।

এক সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন থানায় দায়ের হওয়া অধিকাংশ মামলাই প্রায় একই ধরনের অভিযোগে করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এসব অভিযোগ আইনগতভাবে দুর্বল এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এমনকি জামিন পাওয়ার পরপরই নতুন মামলায় পুনরায় গ্রেপ্তার বা কারাবন্দি রাখার চেষ্টার অভিযোগও উঠেছে।

সমর্থকদের ভাষ্য অনুযায়ী, সংসদ সদস্য থাকাকালীন গোলাম কিবরিয়া টিপু নিজ নির্বাচনী এলাকায় রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা ও হয়রানি বন্ধে ভূমিকা রেখেছিলেন। ভিন্ন রাজনৈতিক মতের নেতাকর্মীরাও যাতে অযথা প্রশাসনিক হয়রানির শিকার না হন, সে বিষয়ে তিনি সচেষ্ট ছিলেন বলে দাবি করেন তাঁরা। অথচ বর্তমানে সেই নেতাকেই ধারাবাহিক রাজনৈতিক মামলার মুখোমুখি হতে হচ্ছে, যা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

আইন বিশেষজ্ঞরা বলছেন, একই প্রকৃতির অভিযোগে একাধিক মামলা দায়ের হলে তা আইনি প্রক্রিয়ার অপব্যবহার হিসেবে বিবেচিত হতে পারে। এ ধরনের পরিস্থিতিতে উচ্চ আদালতে প্রতিকার চাওয়ার সুযোগ থাকলেও নির্বাচনের সময়সীমা ঘনিয়ে আসায় দ্রুত আইনি সমাধান প্রয়োজন বলে মত তাঁদের।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। নাগরিক সমাজের প্রতিনিধিরা মনে করছেন, রাজনৈতিক প্রতিযোগিতা যদি আইন ও ন্যায়বিচারের সীমা অতিক্রম করে, তবে তা নির্বাচনের গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করবে। তাঁরা নিরপেক্ষ তদন্ত এবং আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসমা উল হুসনা বলেন, নির্বাচন কমিশনের সকল নির্দেশনা মোতাবেক একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন বদ্ধপরিকর। নির্বাচনী মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে আমরা সর্বদা কাজ করছি। সকল প্রার্থীকে সমান সুযোগ-সুবিধা প্রদান করা হবে। কেউ বিশেষ সুযোগ-সুবিধার আওতায় আসবেন না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।