Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৫ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহ-৪ আসনে সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থী আবু তালিবের মতবিনিময়

ঝিনাইদহ প্রতিনিধি
জানুয়ারি ১৫, ২০২৬ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আবু তালিব স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার দুপুর ১২টায় ঝিনাইদহ সড়কে অবস্থিত দলীয় কার্যালয়ে কালীগঞ্জ উপজেলা জামায়াতের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবু তালিব বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। বাংলাদেশের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে মানুষের ভোটাধিকার বারবার হরণ করা হয়েছে। নির্বাচন এলেই আতঙ্ক সৃষ্টি করা হয়, আর নির্বাচন শেষে পরাজিতদের ওপর নির্যাতনের ঘটনা ঘটে। তবে এবারের নির্বাচন ভিন্ন আঙ্গিকে অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হলে মানুষ স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারবে। একটি সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর নির্বাচনী পরিবেশ গড়ে তুলতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, সাংবাদিকরা দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এই পরিবেশ নিশ্চিত করতে সহযোগিতা করবেন।

জামায়াত প্রার্থী আরও বলেন, ঝিনাইদহ-৪ আসনে জনগণ যাকে নির্বাচিত করবে, তিনি তা মেনে নেবেন। জনগণ যদি তাকে সমর্থন দেয়, তবে স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে সাংবাদিক ও সচেতন মহলের পরামর্শ নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। তিনি নিজের ভুলত্রুটি ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সমালোচনাকে তিনি ইতিবাচকভাবেই গ্রহণ করবেন।

নিজের পরিকল্পনার কথা তুলে ধরে আবু তালিব বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস, দখলবাজি ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে। চলমান ছয় লেন সড়ক নির্মাণে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের সঙ্গে যে অমানবিক আচরণ হয়েছে, তার প্রতিকার করা হবে। মোবারকগঞ্জ সুগার মিলকে পুনরুজ্জীবিত করে উৎপাদনমুখী করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন, বেকার সমস্যা মোকাবিলা ও প্রবাসীদের দেখভালের বিষয়েও অগ্রাধিকার দেওয়া হবে বলে তিনি জানান। সব ধর্মের মানুষ যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় কার্যক্রম পালন করতে পারে, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মো. আব্দুল হক, সাবেক উপজেলা আমির মাওলানা ওলিউর রহমান, সাধারণ সম্পাদক প্রভাষক লুৎফর রহমান, মিডিয়া সমন্বয়ক ইকবাল হোসাইন এবং কর্মপরিষদ সদস্য মো. মনিরুজ্জামান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।