ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় নির্বাচনী প্রশিক্ষণ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আবু বকর সিদ্দিক (৫৫) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় ভালুকা-বাটাজোড় সড়কের আজিজুল মেম্বারবাড়ী মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আবু বকর সিদ্দিক উপজেলার কাচিনা ইউনিয়নের খানপাড়া এলাকার মৃত আলীম উদ্দিন খানের ছেলে। তিনি ৭৮ নম্বর পশ্চিম পাড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচন উপলক্ষে প্রয়োজনীয় প্রশিক্ষণ শেষে বিকেলে মোটরসাইকেলযোগে ভালুকা থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন আবু বকর সিদ্দিক। পথিমধ্যে আজিজুল মেম্বারবাড়ী মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী মাছবাহী ট্রাক তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন এবং ট্রাকের চাকা তার শরীরের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গোবিন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরপরই মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

