Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৫ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়ায় যুবককে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
জানুয়ারি ১৫, ২০২৬ ১০:৪০ অপরাহ্ণ
Link Copied!

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় অস্ত্র দিয়ে রুবেল নামে একজনকে আটক করে কোস্টগার্ড। ঘটনাটি সম্পূর্ণ সাজানো নাটক বলে অভিযোগ তুলে এর প্রতিবাদে বিক্ষোভ করে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলা সদরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আটককৃত যুবক মো. রুবেল চরকিং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রহিম মাঝির ছেলে। সে সুবর্ণচর উপজেলার সৈকত ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।

পড়াশোনার পাশাপাশি রুবেল ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। তবে কোন পদ-পদবীতে নেই। সমাবেশে সাধারণ জনতার পাশাপাশি উপস্থিত ছিলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় বক্তব্য দেন, উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াছ, সদস্য সচিব ফাহিম উদ্দিন, পৌরসভা যুবদলের আহ্বায়ক মমিন উল্যাহ রাসেল, সদস্য সচিব কাউছার মোস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নজরুল ইসলাম আদনাদ, সদস্য সচিব সুমন তালুকদার, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খোন্দকার সোহেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ, সদস্য সচিব আবদুল হালিম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে সঠিক তদন্তের মাধ্যমে আটককৃত যুবক রুবেলকে মুক্তি না দিলে কঠিন আন্দোলন গড়ে তোলা হবে। কোস্টগার্ড এ কাজটি টাকার বিনিময়ে করেছেন বলে অভিযোগ তোলেন বক্তারা।

জানা যায়, গত মঙ্গলবার রাতে কোস্টগার্ডের একটি টিম রুবেলকে তার বাড়ী থেকে আটক করে। পরদিন একটি আগ্নেয়াস্ত্র দিয়ে তাকে থানায় সোপর্দ্দ করা হয়। কোস্টগার্ডের দাবী এ অস্ত্র বিক্রির সময় তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে হাতিয়া থানায় একটি মামলা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।