বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অবৈধভাবে সরকারি ভিপি (ভেস্টেড প্রপার্টি) জমি থেকে মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে একজনকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় ভিপি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্টে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয় এবং তাকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত না হওয়ার মর্মে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাবুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ হেল মাফি।
উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ রক্ষা ও সরকারি সম্পদ সুরক্ষায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

