মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর ৪টা থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের প্রায় ১৩ কিলোমিটার সড়কজুড়ে দীর্ঘ যানজট ।
ভোর থেকেই মহাসড়কে যান চলাচল ধীরগতিতে শুরু হয় এবং সময় গড়ানোর সঙ্গে সঙ্গে যানজট আরও তীব্র আকার ধারণ করে। এতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও দূরপাল্লার যাত্রীরা পরেন চরম ভোগান্তিতে । অনেক যানবাহন ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে আটকে থাকায় যাত্রীদের মধ্যে ক্ষোভ ও দুর্ভোগ বাড়তে থাকে।
বাসচালক স্বপন মিয়া বলেন,“আমি যাত্রী নিয়ে প্রায় এক ঘণ্টা ধরে ভাটেরচর নতুন রাস্তায় বসে আছি। বালুয়াকান্দি এলাকা থেকেই জ্যামে পড়েছি।”
ট্রাকচালক জাকি মিয়া জানান,আমি তেতৈতলা হাশপয়েন্ট থেকে এক ঘণ্টারও বেশি সময় ধরে জ্যামে আটকে আছি। জ্যামটা কেনো লেগেছে বুজতে পারলাম না।”
স্থানীয়দের অভিযোগ, নিয়মিত যানজট নিরসনে কার্যকর উদ্যোগ না নেওয়ায় এ মহাসড়কে প্রায়ই এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।
এ বিষয়ে গজারিয়া থানার হাইওয়ে পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, দাউদকান্দি ব্রীজে একটি গাড়ি বিকল হয়ে পড়ায় এই যানজটের সৃষ্টি হয়। পরে বিকল গাড়িটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.