জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ
রাজধানীর উত্তরা এলাকা থেকে বরিশাল সরকারি বিএম কলেজের সাবেক ভিপি ও ছাত্রলীগ নেতা মইন তুষারকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৯টার দিকে উত্তরা আধুনিক হাসপাতালের সামনে থেকে তাকে আটক করা হয়।
উত্তরা-পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিক আহমেদ সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার রাতে উত্তরা আধুনিক মেডিকেলের সামনে মইন তুষারকে দেখে স্থানীয় জনতা চিনে ফেলেন এবং তাকে আটকে রেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসি আরও জানান, মইন তুষার বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, মইন তুষার বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.