গোপালগঞ্জ প্রতিনিধি
মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ৪২৫/২০২৬ নম্বর রিট পিটিশনের আদেশের পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জ-০২ আসনের জাতীয় পার্টির প্রার্থী রিয়াজ সারোয়ার মোল্লার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ আরিফ-উজ-জামান আনুষ্ঠানিকভাবে রিয়াজ সারোয়ার মোল্লার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
প্রার্থী রিয়াজ সারোয়ার মোল্লা জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার দিন একটি কাগজপত্র জমা দিতে সামান্য বিলম্ব হওয়ায় নির্ধারিত সময়ে তার মনোনয়নপত্র গ্রহণ করেননি জেলা রিটার্নিং কর্মকর্তা। এ কারণে তিনি হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করেন। আদালতের আদেশের আলোকে পুনরায় যাচাই-বাছাই শেষে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।
এ সময় জেলা নির্বাচন অফিসার, প্রার্থীর সমর্থকবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.