Nabadhara
ঢাকাশুক্রবার , ১৬ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে গাছ থেকে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যা না আত্মহত্যা তদন্তে পুলিশ

মনিরামপুর (যশোর) প্রতিনিধি 
জানুয়ারি ১৬, ২০২৬ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি 

যশোরের মনিরামপুরে মাঠের পাশে একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের ইছালী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কৃষকের নাম শফিকুল ইসলাম (৫৫)। তিনি ইছালী মোড়লপাড়ার কেতাব উদ্দিন মোড়লের ছেলে।

পুলিশ জানায়, শফিকুল ইসলামের মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা—তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহতের স্বজনেরা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন।

স্বজনদের বরাত দিয়ে জানা যায়, শফিকুল ইসলামের মাঠে একটি বৈদ্যুতিক সেচযন্ত্র রয়েছে। শুক্রবার ভোরে সেচ পাম্প চালু করতে তিনি বাড়ি থেকে মাঠে রওয়ানা হন। পরে স্থানীয় কয়েকজন কৃষক মাঠের পাশের একটি বাগানে আব্দুল বারিক মোড়লের কাঁঠাল গাছের সঙ্গে তার মরদেহ ঝুলতে দেখে পরিবারকে খবর দেন।

স্বজনদের অভিযোগ, সেচ দেওয়া নিয়ে পার্শ্ববর্তী এলাকার অন্য সেচযন্ত্র মালিকদের সঙ্গে শফিকুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই তাকে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, শফিকুল ইসলামের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার ছেলে রিফাত ইফতেখার বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য। পরিবারে কোনো পারিবারিক কলহ বা অশান্তি ছিল না বলে দাবি স্বজনদের।

নিহতের ছেলে সেনাসদস্য রিফাত ইফতেখার বলেন, “প্রতিদিন ফজরের নামাজের আগে আব্বু মাঠে গিয়ে সেচযন্ত্র চালু করেন। আজও তিনি নিয়মমাফিক ভোরে বাড়ি থেকে বের হন এবং নামাজ শেষে মাঠে সার দেওয়ার কথা বলেন। কিন্তু এরপর আর তিনি বাড়ি ফেরেননি। সকালে খবর পাই আব্বুর লাশ বাগানের গাছে ঝুলছে। পাশের গ্রামের ওসমান গনিদের সঙ্গে আমাদের বিরোধ ছিল। তারা আগেও আমার আব্বুকে মারধর করেছিল।”

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান বলেন, “ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।