কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক ভূমিদস্যুর বিরুদ্ধে এক দিনমজুরের বসতঘর ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তির নাম ছলেমান বিশ্বাস। ভুক্তভোগী দিনমজুর আজিজুল শেখ (৩৫) বর্তমানে ঘরবাড়িহীন হয়ে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
আজিজুল শেখ উপজেলার উনশিয়া গ্রামের সেকেন্দার আলী শেখের ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, আজিজুল শেখের সঙ্গে একই গ্রামের মোক্তার বিশ্বাসের ছেলে ছলেমান বিশ্বাসের জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছিল। এরই জেরে সম্প্রতি ছলেমান বিশ্বাস লোকজন নিয়ে আজিজুল শেখের বসতঘর ভেঙে ফেলেন এবং ঘরের পোতায় (মেঝে) গাছ রোপণ করে দেন।
নিজের ঘর না থাকায় আজিজুল শেখ বর্তমানে পাশের বাড়ির এক ব্যক্তির ঘরের বারান্দায় পরিবার নিয়ে বসবাস করছেন।
আজিজুল শেখ অভিযোগ করে বলেন, “আমি পার্শ্ববর্তী দক্ষিণপাড়া গ্রামের খালেক শেখের মেয়েদের কাছ থেকে পাঁচ শতাংশ জমি কিনে সেখানে ঘর তুলে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বসবাস করে আসছি। একই দাগের আরেক পাঁচ শতাংশ জমি ছলেমান বিশ্বাস কিনেছে। সম্প্রতি সে লোকজন নিয়ে আমার বাড়ি ভেঙে ফেলে এবং ঘরের পোতায় গাছ লাগিয়ে দেয়। এ ঘটনায় আমি কোটালীপাড়া থানায় মামলা করেছি। মামলা করার পর থেকে সে আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে।”
এ বিষয়ে অভিযুক্ত ছলেমান বিশ্বাস বলেন, “আজিজুল আমার জায়গায় ঘর তুলে বসবাস করছিল। তাই আমি ঘর ভেঙে ফেলেছি।”
ঘটনার প্রত্যক্ষদর্শী ও আজিজুল শেখের প্রতিবেশী হানিফ বিশ্বাস ও ওমর আলী শেখ বলেন, “আমাদের জানামতে আজিজুল শেখ তার নিজের জায়গায় ঘর তুলে বসবাস করছিল। একদিন আজিজুল বাড়িতে না থাকার সুযোগে ছলেমান বিশ্বাস দিনে-দুপুরে লোকজন নিয়ে তার ঘর ভেঙে ফেলে এবং ঘরের পোতায় গাছ লাগিয়ে দেয়। এ ধরনের সন্ত্রাসী ঘটনার সঠিক বিচার হওয়া উচিত।”
এ বিষয়ে আজিজুল শেখের দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা কোটালীপাড়া থানার এসআই উত্তম কুমার সেন বলেন, “মামলার প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।”
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়রা দ্রুত ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.