সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেওয়ার পরপরই বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে দলটির সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম ব্যাপক গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।
শনিবার তিনি বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ জনগণ, দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, দেশবাসী একটি সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রত্যাশা করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই প্রত্যাশা পূরণে রাজনীতিতে ইতিবাচক ও কল্যাণমুখী পরিবর্তন আনতে চায়।
মাওলানা সিরাজুল ইসলাম আরও বলেন, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করাই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য। জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া প্রমাণ করে, এ দেশের মানুষ বিকল্প ও নৈতিক রাজনীতির পথে হাঁটতে আগ্রহী।
গণসংযোগকালে স্থানীয় জনগণ ইসলামী আন্দোলনের একক নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানান এবং আগামীর রাজনীতিতে ইসলামী নেতৃত্বের প্রতি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় দলীয় নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করতে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.