Nabadhara
ঢাকাশুক্রবার , ১৬ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে সিদ্দিকুর রহমানের মৃত স্বজনদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
জানুয়ারি ১৬, ২০২৬ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের কেদারপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মো. সিদ্দিকুর রহমানের দাদা-দাদী, ফুফু, নানা-নানীসহ পরিবারের সকল মৃত স্বজনদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ভুতের দিয়া গ্রামের নিজ বাড়িতে মরহুম ও মরহুমাদের স্বজনদের আয়োজনে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দোয়া মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং বাবুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আজিজুর রহমান অলিদ, গণঅধিকার পরিষদ মনোনীত বরিশাল-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এইচ এম ফারদিন ইয়ামিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার আমীর মুহাম্মদ রফিকুল ইসলাম।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কামাল হাওলাদার, সাধারণ সম্পাদক মো. মোস্তফা দুয়ারী, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিল, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল আমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকিব হোসেন ইমরান, সদস্য সচিব আরাফাত হোসেন মৃধা, বাবুগঞ্জ উপজেলা যুব বিভাগের সেক্রেটারি ফাইজুল হক সোহাগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সমাজকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দোয়া ও মোনাজাতে মরহুম ও মরহুমাদের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য ধৈর্য ধারণের তাওফিক প্রার্থনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।