পত্নীতলা(নওগাঁ) প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নওগাঁর পত্নীতলায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি)বিকেলে নজিপুর সরদার পাড়া মোড়ে উপজেলা ও পৌর শ্রমিকদলের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল কাদের এবং সঞ্চালনা করেন উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক সাগর হোসেন দেওয়ান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. সামসুজ্জোহা খান জোহা। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি এবং পৌর শ্রমিকদলের সভাপতি মো. মাসুম রেজা।
থানা মসজিদের পেশ ইমাম মো. ফজলুর রহমান দোয়া পরিচালনা করেন। অনুষ্ঠানে নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং দলীয় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

