Nabadhara
ঢাকাশুক্রবার , ১৬ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে অনূর্ধ-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
জানুয়ারি ১৬, ২০২৬ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি

জামালপুরে শুরু হয়েছে অনূর্ধ-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট–২০২৫। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে শহরের ঐতিহ্যবাহী জিলা স্কুল মাঠে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ও জামালপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ও উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জামালপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মাহবুবুর রহমান মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য ও সাবেক জাতীয় ফুটবলার সাঈদ হাসান কানন এবং জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান। এছাড়াও ক্রীড়া সংগঠক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, জেলা পর্যায়ে একেবারে তৃণমূল থেকে খেলোয়াড় তৈরি ও বাছাই কার্যক্রম জোরদার করতে হবে। প্রতিভাবান খেলোয়াড়দের চিহ্নিত করে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন করা গেলে প্রকৃত দক্ষ ও নিবেদিত খেলোয়াড় বেরিয়ে আসবে। তখন বাংলাদেশ দক্ষিণ এশিয়া পেরিয়ে এশিয়া মহাদেশেও শক্ত অবস্থান গড়ে তুলতে পারবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, একদিন বাংলাদেশ বিশ্বকাপ ফুটবলে অংশ নেবে।

উদ্বোধনী ম্যাচে স্বাগতিক জামালপুর জেলা ফুটবল দল মুখোমুখি হয় ময়মনসিংহ জেলা ফুটবল দলের। ম্যাচের প্রথমার্ধে উভয় দল বেশ কয়েকটি গোলের সুযোগ সৃষ্টি করলেও কোনো দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে খেলা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। প্রতিপক্ষ খেলোয়াড়কে নিয়মবহির্ভূত আঘাতের কারণে উভয় দলের দুইজন করে মোট চারজন খেলোয়াড়কে সতর্কতামূলক হলুদ কার্ড দেখান রেফারি।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের ৯২তম মিনিটে জামালপুরের ১৩ নম্বর জার্সিধারী খেলোয়াড় আবির হাসান একমাত্র গোলটি করে দলকে জয় এনে দেন। ফলে ১–০ গোলে ময়মনসিংহ জেলা দলকে পরাজিত করে জামালপুর জেলা ফুটবল দল।

খেলা উপভোগ করতে মাঠে সব বয়সী দর্শকের ছিল উপচে পড়া ভিড়। আগামী ২৫ জানুয়ারি একই মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।