Nabadhara
ঢাকাশুক্রবার , ১৬ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে ডা. শাহিনা সোবহানের পাঁচ বইয়ের মোড়ক উন্মোচন

বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
জানুয়ারি ১৬, ২০২৬ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি

জামালপুরে লেখক ডা. শাহিনা সোবহানের রচিত পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) শহরের আমলাপাড়া এলাকার ভাষা ও স্বাধীনতা সংগ্রামী সৈয়দ আব্দুস সোবহান সড়কে লেখকের নিজ বাসভবনে আনুষ্ঠানিকভাবে এ আয়োজন করা হয়।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন লেখক ডা. শাহিনা সোবহান, সরকারি জাহেদা শফির মহিলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জয়শ্রী ঘোষ, সরকারি আশেক মাহমুদ কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন মুরাদ, কবি মাহবুব বারী, অধ্যাপক এ কে এম ফজলুল হক, কবি সাজ্জাদ আনসারি, তারিকুল ফেরদৌস, কবি ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম এবং কর্নেল জায়েদসহ আরও অনেকে।

অনুষ্ঠানে লেখক রচিত যে পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয় সেগুলো হলো— বালিকার জ্বলন্ত সময়, যে তুমি হেঁটে যাও, বসন্তের রৌদ্রছায়া, অর্ধেক আকাশ এবং দিনযাপনের খসড়া।

ডা. শাহিনা সোবহান জানান, দিনযাপনের খসড়া বইটির তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়েছে, যেখানে শৈশব স্মৃতি থেকে বর্তমান জীবন পর্যন্ত বিভিন্ন সময়ে ও প্রেক্ষাপটে লেখা ৪৬টি চিঠি সংকলিত হয়েছে। বসন্তের রৌদ্রছায়া দ্বিতীয় সংস্করণে প্রকাশিত একটি কাব্যগ্রন্থ। অর্ধেক আকাশ একটি উপন্যাসগ্রন্থ। নতুন প্রকাশিত বালিকার জ্বলন্ত সময় গ্রন্থে জামালপুর ও মুক্তিযুদ্ধের পূর্বাপর ১৯৭৬ সাল পর্যন্ত বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। এছাড়া যে তুমি হেঁটে যাও নতুন প্রকাশিত একটি কাব্যগ্রন্থ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী, ফজলে এলাহী মাকাম, কবি আলী জহির, উদীচী জেলা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান, সাংবাদিক আবু সায়েম মোহাম্মদ সা-আদাত উল করীম, রসধ্বনির নির্বাহী সম্পাদক কবি শেখ ফজল, সম্পাদক কবি হৃদয় লোহানী, প্রকাশক ফারুক আহমেদ, সাংবাদিক রাজন্য রুহানীসহ লেখক, কবি ও সাংস্কৃতিক কর্মীরা।

অনুষ্ঠানটি সাহিত্যপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয় এবং নতুন বইগুলো পাঠকের মাঝে আগ্রহ সৃষ্টি করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।