বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
জামালপুরে লেখক ডা. শাহিনা সোবহানের রচিত পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) শহরের আমলাপাড়া এলাকার ভাষা ও স্বাধীনতা সংগ্রামী সৈয়দ আব্দুস সোবহান সড়কে লেখকের নিজ বাসভবনে আনুষ্ঠানিকভাবে এ আয়োজন করা হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন লেখক ডা. শাহিনা সোবহান, সরকারি জাহেদা শফির মহিলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জয়শ্রী ঘোষ, সরকারি আশেক মাহমুদ কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন মুরাদ, কবি মাহবুব বারী, অধ্যাপক এ কে এম ফজলুল হক, কবি সাজ্জাদ আনসারি, তারিকুল ফেরদৌস, কবি ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম এবং কর্নেল জায়েদসহ আরও অনেকে।
অনুষ্ঠানে লেখক রচিত যে পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয় সেগুলো হলো— বালিকার জ্বলন্ত সময়, যে তুমি হেঁটে যাও, বসন্তের রৌদ্রছায়া, অর্ধেক আকাশ এবং দিনযাপনের খসড়া।
ডা. শাহিনা সোবহান জানান, দিনযাপনের খসড়া বইটির তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়েছে, যেখানে শৈশব স্মৃতি থেকে বর্তমান জীবন পর্যন্ত বিভিন্ন সময়ে ও প্রেক্ষাপটে লেখা ৪৬টি চিঠি সংকলিত হয়েছে। বসন্তের রৌদ্রছায়া দ্বিতীয় সংস্করণে প্রকাশিত একটি কাব্যগ্রন্থ। অর্ধেক আকাশ একটি উপন্যাসগ্রন্থ। নতুন প্রকাশিত বালিকার জ্বলন্ত সময় গ্রন্থে জামালপুর ও মুক্তিযুদ্ধের পূর্বাপর ১৯৭৬ সাল পর্যন্ত বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। এছাড়া যে তুমি হেঁটে যাও নতুন প্রকাশিত একটি কাব্যগ্রন্থ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী, ফজলে এলাহী মাকাম, কবি আলী জহির, উদীচী জেলা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান, সাংবাদিক আবু সায়েম মোহাম্মদ সা-আদাত উল করীম, রসধ্বনির নির্বাহী সম্পাদক কবি শেখ ফজল, সম্পাদক কবি হৃদয় লোহানী, প্রকাশক ফারুক আহমেদ, সাংবাদিক রাজন্য রুহানীসহ লেখক, কবি ও সাংস্কৃতিক কর্মীরা।
অনুষ্ঠানটি সাহিত্যপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয় এবং নতুন বইগুলো পাঠকের মাঝে আগ্রহ সৃষ্টি করে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.