তাপস কুমার মজুমদার, স্টাফ রিপোর্টার, ভোলা
ভোলার তজুমদ্দিন উপজেলায় ভাতিজির জানাযা থেকে ফেরার পথে অটোরিকশা থেকে পড়ে গিয়ে মোহাম্মদ বাবুল (৪৫) নামের এক মুদি দোকানির মৃত্যু হয়েছে।
নিহত বাবুল উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের মো. গেদু মাঝির ছেলে। তিনি স্থানীয় মুদি ব্যবসায়ী ছিলেন।
আজ শুক্রবার (১৬ জানুয়ারী) দুপুরে একই ইউনিয়নের আড়ালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদ বাবুল দুপুরে দিকে তার এক ভাতিজির জানাযায় অংশগ্রহন করেন। জানাযা শেষে ব্যাটারিচালিত অটোরিকশা করে বাড়ি ফেরার পথে অটোরিকশা থেকে সড়কের ওপর পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তজুমদ্দিন থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তবে নিহতের পরিবারে কোনো অভিযোগ না থাকায় এ ব্যাপারে আইনী ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

