ফরিদপুর প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলের জোট থেকে বাংলাদেশ ইসলামী আন্দোলন সরে যাওয়ায় ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে জোটের একক প্রার্থী হিসেবে নিজেকে দাবি করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্যা।
শুক্রবার রাতে ভাঙ্গা উপজেলার পুলিয়া গ্রামে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। তিনি বলেন, শুরুতে একাধিক প্রার্থী থাকায় আসনটি উন্মুক্ত রাখা হয়েছিল। তবে বাংলাদেশ ইসলামী আন্দোলন জোট থেকে সরে যাওয়ায় বর্তমানে তিনি ১১ দলের জোটের একমাত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন।
সংবাদ সম্মেলনে মাওলানা মিজানুর রহমান মোল্যা আরও বলেন, “এই আসনে ১১ দলের জোটের বড় তিনজন প্রার্থী ছিল। সে কারণে আসনটি উন্মুক্ত রাখা হয়েছিল। কিন্তু ইসলামী আন্দোলন জোট থেকে সরে গেছে। এছাড়া জামায়াতে ইসলামীর ঘোষিত ১৭৯টি আসনের প্রার্থী তালিকায় ফরিদপুর-৪ আসনের কোনো প্রার্থীর নাম নেই। আশা করছি, জামায়াতের যিনি প্রার্থী হিসেবে রয়েছেন, তিনি প্রার্থিতা প্রত্যাহার করে জোটের পক্ষে কাজ করবেন। আমরা সবাই একত্রে কাজ করে ইনশাআল্লাহ বিজয়ী হবো।”
উল্লেখ্য, ফরিদপুর-৪ আসনে যাচাই-বাছাই ও আপিল শেষে মোট ৮ জন প্রার্থী চূড়ান্ত হয়েছেন। এর মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে মাওলানা মো. সরোয়ার হোসেন মনোনয়নপত্র দাখিল করেন এবং যাচাই-বাছাইয়ে তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।
এদিকে জোটের একক প্রার্থী দাবি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.