ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
‘গণভোট ও সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে’—এই স্লোগানকে সামনে রেখে নির্বাচন বিষয়ক প্রচারণার অংশ হিসেবে ভোটের গাড়ি এখন বাগেরহাট জেলার ফকিরহাটে অবস্থান করছে। শনিবার (১৭ জানুয়ারি) সকালে ভ্রাম্যমাণ ভোটের গাড়িটি ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদ মাঠে পৌঁছায়।
নির্বাচন বিষয়ে জনসচেতনতা বাড়াতে পরিচালিত এই ভোটের গাড়িতে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধা, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা এবং ফেলানী হত্যাকাণ্ড নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে। সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে তৈরি পাঁচটি পিএসএ (পিভিসি) ও প্রামাণ্যচিত্রের মাধ্যমে অতীতের গণতন্ত্রহীনতা, সীমান্ত হত্যা, তরুণ ও নারীদের বঞ্চিত হওয়ার ইতিহাস তুলে ধরা হয়।
এ প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষকে গণভোট ও সংসদ নির্বাচন সম্পর্কে সচেতন করা হচ্ছে এবং ভোটাধিকার ও ভোট প্রদানের গুরুত্ব তুলে ধরা হচ্ছে। আয়োজকরা জানান, এই ভোটের গাড়ি কোনো প্রার্থী বা রাজনৈতিক দলের পক্ষে প্রচারণা চালাচ্ছে না।
দিনভর ফকিরহাট সদর ইউনিয়নের ডাকবাংলো মোড়, ফলতিতা বাজারসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভোটের গাড়ির মাধ্যমে গণভোট ও সংসদ নির্বাচন বিষয়ে প্রচার কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমনা আইরিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ নেওয়াজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.