শেরপুর (বগুড়া) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি–২ এর উদ্যোগে রক্ষণাবেক্ষণ ও কারিগরি কার্যক্রম পরিচালিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) বগুড়ার শেরপুর বৈদ্যুতিক গ্রিড উপকেন্দ্রের ৩৩ কেভি বাসবারসহ মহিপুর, ছোনকা, ভবানীপুর ও ধুনট ৩৩ কেভি ফিডারের রক্ষণাবেক্ষণ এবং রাইট অব ওয়ে (ROW) সংক্রান্ত কাজ সম্পন্ন করা হয়। এসব কার্যক্রমের মাধ্যমে বিদ্যুৎ সঞ্চালন লাইনের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা হয়।
উক্ত কাজের তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন শেরপুর জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (ওঅ্যান্ডএম) মো. আব্দুল আওয়াল, বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি–২ এর ডেপুটি জেনারেল ম্যানেজার উৎপল মণ্ডল, ডিজিএম (কারিগরি) মো. আহসান হাবিব এবং সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ বিষয়ে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি–২ এর ডেপুটি জেনারেল ম্যানেজার উৎপল মণ্ডল বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গ্রাহকদের মাঝে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচনকালীন সময়ে যাতে কোথাও বিদ্যুৎ বিভ্রাট না ঘটে, সে লক্ষ্যে আমরা আগাম প্রস্তুতি নিচ্ছি।”
পল্লী বিদ্যুৎ সমিতির এ উদ্যোগে নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রম নির্বিঘ্নে পরিচালিত হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.