নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা এলাকায় একটি প্রাইভেটকারে ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ জানুয়ারি) সকালে ঢাকা–সিলেট মহাসড়কের পাশে অবস্থিত স্টার সিএনজি পাম্পে গ্যাস নেওয়ার সময় এ বিস্ফোরণ ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা আনুমানিক ১১টার দিকে প্রাইভেটকারটি সিএনজি পাম্পে গ্যাস নেওয়ার জন্য দাঁড়ায়। এ সময় হঠাৎ বিকট শব্দে গাড়ির সিলিন্ডার বিস্ফোরিত হলে পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও প্রাইভেটকারটি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়।
বিস্ফোরণের পরপরই গাড়ির চালক ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। তবে পাম্পের কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।
ইটাখোলা হাইওয়ে পুলিশ সূত্র জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার থেকে গ্যাস লিকেজের কারণেই এ বিস্ফোরণ ঘটে থাকতে পারে। ঘটনার সঙ্গে জড়িত চালককে শনাক্ত ও খুঁজে বের করার চেষ্টা চলছে। বিষয়টি নিয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনায় সিএনজি চালিত যানবাহনে মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার ব্যবহারের ঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.