Nabadhara
ঢাকাশনিবার , ১৭ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পত্নীতলায় বিজিবির পৃথক পৃথক অভিযানে মাদকদ্রব্য উদ্ধার

Link Copied!

হাসান শাহারিয়ার পল্লব,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁনওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন বিজিবি-১৪ কর্তৃক পৃথক অভিযানে ধামইরহাট সীমান্ত হতে ১৪ হাজার ৬শ পিস নেশাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১শ ২৬ বোতল কাশির সিরাপ উদ্ধার করে।

শনিবার (১৭ জানুয়ারি) চকিলাম বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মো মেহেদী হাসানের নেতৃত্বে একটি বিশেষ টহলের মাধ্যমে চকশব্দল গ্রামের মাঠের সরিষা ক্ষেতের মধ্যে অভিযান পরিচালনা করে ১৪ হাজার ৬শ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করে।

আটককৃত মাদকদ্রব্য ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। যাহার সিজার মূল্য-২৯ লক্ষ ২০ হাজার টাকা এবং কালুপাড়া বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মো.বাদশা আলমগীরের নেতৃত্বে একটি বিশেষ টহলের মাধ্যমে উস্তমবাদ এলাকায় পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১শ ২৬ বোতল নেশাজাতীয় কাশির সিরাপ আটক করে। আটককৃত মালামাল ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।যাহার সিজার মূল্য ৫০ হাজার ৪শ টাকা।

পত্নীতলা ব্যাটালিয়ন বিজিবি-১৪  অধিনায়ক লে. কর্নেল মো আব্দুল্লাহ আল মামুন বলেন,সীমান্তে গরু,মাদক পাচার,অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।