হাসান শাহারিয়ার পল্লব,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁনওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন বিজিবি-১৪ কর্তৃক পৃথক অভিযানে ধামইরহাট সীমান্ত হতে ১৪ হাজার ৬শ পিস নেশাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১শ ২৬ বোতল কাশির সিরাপ উদ্ধার করে।
শনিবার (১৭ জানুয়ারি) চকিলাম বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মো মেহেদী হাসানের নেতৃত্বে একটি বিশেষ টহলের মাধ্যমে চকশব্দল গ্রামের মাঠের সরিষা ক্ষেতের মধ্যে অভিযান পরিচালনা করে ১৪ হাজার ৬শ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করে।
আটককৃত মাদকদ্রব্য ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। যাহার সিজার মূল্য-২৯ লক্ষ ২০ হাজার টাকা এবং কালুপাড়া বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মো.বাদশা আলমগীরের নেতৃত্বে একটি বিশেষ টহলের মাধ্যমে উস্তমবাদ এলাকায় পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১শ ২৬ বোতল নেশাজাতীয় কাশির সিরাপ আটক করে। আটককৃত মালামাল ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।যাহার সিজার মূল্য ৫০ হাজার ৪শ টাকা।
পত্নীতলা ব্যাটালিয়ন বিজিবি-১৪ অধিনায়ক লে. কর্নেল মো আব্দুল্লাহ আল মামুন বলেন,সীমান্তে গরু,মাদক পাচার,অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত থাকবে।

