Nabadhara
ঢাকাশনিবার , ১৭ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুর পৌর শহরে অবৈধ ফুটপথ দখলমুক্তকরণ অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
জানুয়ারি ১৭, ২০২৬ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুর পৌর শহরের প্রধান সড়কে অবৈধভাবে দোকানের পণ্যসামগ্রী রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে পৌর কর্তৃপক্ষ।

শনিবার দুপুরে মনিরামপুর পৌরসভার উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহিন দায়ান আমিন এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা আব্দুর গফ্ফার জানান, দীর্ঘদিন ধরে পৌর শহরের নির্ধারিত রাস্তা ও ফুটপথ দখল করে দোকানের পণ্যসামগ্রী রাখা হচ্ছিল, যার ফলে সাধারণ মানুষের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। এ অপরাধে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৯ ধারা অনুযায়ী দুইটি পৃথক মামলায় দুই ব্যবসায়ীকে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে সর্বশেষ জরিপে প্রণীত মানচিত্র অনুযায়ী সার্ভেয়ার দ্বারা মাপজোক করে রাস্তার উভয় পাশে লাল রঙ দিয়ে চিহ্নিত করা হয়। এর মাধ্যমে চলতি মাসে দ্বিতীয়বারের মতো জনসাধারণের চলাচলের জন্য নির্ধারিত জায়গা স্পষ্টভাবে নির্ধারণ করা হলো।

এ সময় মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রজিউল্লাহ খানসহ পৌরসভার বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মকর্তারা আরও জানান, পৌরবাসী ও ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে এর আগে গত ৫ জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পৌর নির্বাহী কর্মকর্তা ও ভূমি অফিসের সার্ভেয়ারদের সমন্বয়ে বাজার কমিটির সদস্যদের উপস্থিতিতে সচেতনতামূলক মাইকিং করে ফুটপথ দখলকারী ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় শনিবার এ অভিযান পরিচালনা করা হয়।

পৌর কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।