বেনাপোল (যশোর) প্রতিনিধি
দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তকে চোরাচালান ও মাদকমুক্ত রাখতে যশোর রিজিয়ন গত এক বছরে নজিরবিহীন সাফল্য অর্জন করেছে। ২০২৫ সালে ধারাবাহিক ও গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে ৩৮০ জন আসামিসহ ৩৭৭ কোটি ৪৬ লাখ ৭৫ হাজার ৬২০ টাকার চোরাচালানি জব্দ করা হয়েছে।
বেনাপোলের যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন সদর আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী। তিনি জানান, দেশের মোট ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে যশোর রিজিয়নের আওতায় কুষ্টিয়া থেকে সাতক্ষীরার সুন্দরবন পর্যন্ত প্রায় ৬০০ কিলোমিটার এলাকা রয়েছে, যা চোরাচালান ও মাদকের প্রবেশের জন্য ঝুঁকিপূর্ণ।
লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ বলেন, এই বিস্তীর্ণ সীমান্তে কুষ্টিয়া ও খুলনা সেক্টরের সাতটি ব্যাটালিয়ন সার্বক্ষণিক টহল, চেকপোস্ট ও বিশেষ অভিযান পরিচালনা করছে। এর ফলশ্রুতিতে বিপুল পরিমাণ চোরাচালানি উদ্ধার ও সংঘবদ্ধ চোরাচালান চক্রের সদস্যদের আটক সম্ভব হয়েছে।
উদ্ধারকৃত চোরাচালানি মালামালের মধ্যে রয়েছে:
৫৮.৪৯ কেজি স্বর্ণ
১২৪.১২ কেজি রৌপ্য
২৭টি আগ্নেয়াস্ত্র
১৫২ রাউন্ড গুলি
মাদকবিরোধী অভিযানে জব্দকৃত সামগ্রী:
২৮,৩৯৩ বোতল মদ
৩৭.৫৩৯৩ গ্রাম হেরোইন
২ লাখ ৬৫,৩৭৩ পিস ইয়াবা
৪৯,০৮৮ বোতল ফেন্সিডিল
১,৬৭৭.৪৬৪ কেজি গাঁজা
২ লাখ ৬৮,৩২৬ পিস অবৈধ মেডিসিন
প্রতিবছর যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের পৃথক অভিযানে আরও ১০৫ জন আসামিসহ ৮২ কোটি ৪৫ লাখ ৬৪ হাজার ৮৪ টাকার চোরাচালানি জব্দ হয়েছে। এই অভিযানে ৬০ জন আসামি আটক হন এবং উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য দাঁড়ায় ৩ কোটি ২৭ লাখ ৩৭ হাজার ৭৩৫ টাকা।
বিজিবি অধিনায়ক বলেন, "সীমান্তে চোরাচালান ও মাদক কারবার বন্ধ করা একটি চলমান যুদ্ধ। এককভাবে বিজিবির পক্ষে এটি মোকাবিলা করা সম্ভব নয়। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। সীমান্ত সুরক্ষিত থাকলে দেশ সুরক্ষিত থাকবে।"
এই সফল অভিযান বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তকে নিরাপদ ও মাদকমুক্ত রাখার লক্ষ্যে বিজিবির নিরলস প্রচেষ্টার প্রমাণ স্বরূপ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.