সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
মুলাদী উপজেলার ৩ নং শফিপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে শফিপুর ইউনিয়নের চরপদ্মা মাদ্রাসারহাট এলাকায় এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তিনি ছিলেন আপসহীন নেত্রী। তাঁর নেতৃত্বে বিএনপি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি আরও বলেন, আজ দেশে গণতন্ত্র বিপন্ন, মানুষের মৌলিক অধিকার হরণ করা হয়েছে। বেগম খালেদা জিয়ার আদর্শ ও ত্যাগ থেকে শিক্ষা নিয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন জোরদার করতে হবে।
এ সময় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং দলীয় নেতাকর্মীদের জনগণের পাশে থেকে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
শোকসভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে শফিপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

