রাজশাহী প্রতিনিধি
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) যন্ত্রকৌশল বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের (১৯ সিরিজ) শিক্ষার্থী ইমরান হোসেন রাজু আজ শনিবার (১৭ জানুয়ারি,২০২৬) ভোর ৩ ঘটিকায় আকস্মিকভাবে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সহপাঠী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোররাতে সবাই ঘুমিয়ে থাকার সময় রাজু ঘুমের ঘোরে অস্বাভাবিক শব্দ করছিলেন। ফ্ল্যাটে থাকা অন্যান্য বন্ধুরা তাকে ডাকলেও তিনি কোনো সাড়া দেননি। পরে দ্রুত তাকে পার্শ্ববর্তী মিরপুর হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়। সেখানে ইসিজি পরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজুর আকস্মিক মৃত্যুতে রুয়েটের যন্ত্রকৌশল বিভাগসহ পুরো বিশ্ববিদ্যালয় পরিবারের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক প্রকাশ করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের মরদেহ কুষ্টিয়ায় উদ্দেশ্য নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। সেখানেই তার জানাজা ও দাফন সম্পন্ন হবে।
তার সহপাঠীরা মরহুম ইমরান হোসেন রাজুর রুহের মাগফিরাত কামনা করেছেন। সেই সাথে তার সকল প্রকার ভুল-ত্রুটি ক্ষমা করার আর্জি জানিয়েছেন যেন আল্লাহ তা’আলা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.