Nabadhara
ঢাকাশনিবার , ১৭ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়া যে ঘরে চল্লিশ বছর সংসার কেটেছে সেখান তাকে এক কাপড়ে নামিয়ে দিয়েছে–ভাণ্ডারিয়াতে এডভোকেট বিলকিস

Link Copied!

মোঃ শফিউল ইসলাম রনি, ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট বিলকিস জাহান শিরীন বলেন, বেগম খালেদা জিয়া এদেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর অবদান দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। দেশ ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে তাঁর ত্যাগ আমাদের প্রেরণা যোগায়।

শনিবার (১৭ জানুয়ারী) বিকেল ৪ টায় ভাণ্ডারিয়া উপজেলা বিএনপি আয়োজিত জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, খালেদা জিয়া নিজের সন্তানকে বিসর্জন দিয়ে দীর্ঘ সতেরো বছর ধরে বিএনপির পরিবারকে আগলে রেখেছেন, এটা শুধু একজন নেত্রীর দায়িত্ব পালন নয়, বরং এক মায়ের আত্মত্যাগের অনন্য উদাহরণ। খালেদা জিয়ার ৪০ বছর যে ঘরে সংসার কেটেছে সেই ঘরে থেকে শেখ হাসিনা তাকে এক কাপড়ে নামিয়ে দিয়েছে। তখন তিনি শুধু মাত্র বলেছেন ওরা আমাকে অসম্মান করেছে, তিনি একটি খারাপ কথাও বলেনি। বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তিনি গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষার সংগ্রামে নিজেকে উৎসর্গ করেছিলেন।

বিলকিস জাহান শিরীন বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূল বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ঐক্যবদ্ধ থাকতে হবে।

ভাণ্ডারিয়া বিএনপির সভাপতি ও পিরোজপুর -২ আসনের ধানের শীষে মনোনিত প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমনের সভাপতিত্ত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় বিএনপি’র সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল কবির লাবু, পিরোজপুর জেলা বিএনপি’র আহ্বায়ক খাঁন নজরুল ইসলাম, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন আকন, পৌর বিএনপির আহবায়ক মোঃ আব্দুল মান্নান হাওলাদা, সদস্য সচিব মোঃ মাসুদ রানা পলাশ, বিএনপির সহ সাধারণ সম্পাদক দেলোয়ারহোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুলকালাম মলাদ জমাদ্দার, রুহুল আমিন মুন্সী প্রমূখ। পরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত আনুষ্ঠিত হয়।

দোয়া মোনাজাত পরিচালনা করেন ভাণ্ডারিয়া কাপুরিয়া পট্টি বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।