রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী এসএম আরিফুর রহমান মিঠু অবশেষে তার মনোনয়ন ফিরে পেয়েছেন।
নির্বাচন কমিশন জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলাদেশের বিরুদ্ধে আপীল দাখিলের সময় ছিল ৫ থেকে ৯ জানুয়ারি। কমিশন সূত্রে জানা যায়, এই সময়ে দায়ের হওয়া ১৩টি পেন্ডিং আপিলের মধ্যে শুক্রবার (১৬ জানুয়ারি) ৪৮১৫১০নং আপিলসহ ১৮টি আপিল মঞ্জুর করা হয়েছে।
উক্ত আদেশের ফলে খুলনা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী এসএম আরিফুর রহমান মিঠুর প্রার্থীতা পুনঃস্থাপিত হয়েছে। অপরদিকে, নামঞ্জুর হওয়া আপিলগুলোর কারণে অন্যান্য প্রার্থীদের প্রার্থীতা যথারীতি বহাল থাকবে।
নির্বাচন কমিশন নিশ্চিত করেছে, আইনী প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সব প্রার্থী নির্বাচনী দফতরে অংশগ্রহণে যোগ্য।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.