মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে পোষা বিড়াল পিটিয়ে মারার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। প্রতিবেশীর নির্মম হামলায় দুটি পোষা বিড়াল আহত হলে একটির মৃত্যু হয় এবং অপরটি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
ভুক্তভোগী জিল্লুর রহমান জানান, শুক্রবার দুপুরে তার দুইটি পোষা বিড়াল পাশের বাড়ির মো. হিরার বাড়িতে গেলে তিনি লাঠি দিয়ে সেগুলোকে মারধর করেন। এতে বিড়াল দুটি গুরুতর আহত হয়। শনিবার ১৭ জানুয়ারি আহত অবস্থায় বিড়াল দুটিকে মনিরামপুর উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নেওয়ার পথে একটি মারা যায়। অপর বিড়ালটির সামনের দাঁত ভেঙে গেছে এবং একটি চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
জিল্লুর রহমান অভিযোগে আরও উল্লেখ করেন, অভিযুক্ত ব্যক্তি ইয়ারগান ব্যবহার করে পোষা ও বন্য প্রাণী শিকারের সঙ্গে জড়িত বলেও স্থানীয়ভাবে জানা যায়। ঘটনার পর নিহত ও আহত বিড়াল দুটি কোলে নিয়ে পরিবারের সদস্য মোছাঃ সুরাইয়া আক্তার বৃষ্টি (১৯) ও মোছাঃ রেকসনা খাতুন কান্নাকাটি করতে করতে থানায় এসে বিচার দাবি করেন।
মনিরামপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম জানান, আহত বিড়ালটির অবস্থা অত্যন্ত গুরুতর ছিল। মোবাইল ফোনের মাধ্যমে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য খুলনার একটি বিশেষায়িত প্রাণী হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রজিউল্লাহ খান বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.