জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের কালাই উপজেলায় মাদক মামলায় পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আব্দুর রশিদকে (৫৬) রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৭ জানুয়ারি) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা মহানগর পুলিশের সহযোগিতায় রাজধানীর হাতিরঝিল থানাধীন মধুবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুর রশিদ কালাই পৌরশহরের সড়াইল মহল্লার আব্দুস সাত্তারের ছেলে। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।
ওসি মো. রফিকুল ইসলাম জানান, ২০১৬ সালের ১৫ মার্চ মাদক বিক্রির অভিযোগে আব্দুর রশিদকে মাদকসহ গ্রেপ্তার করা হয় এবং কালাই থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্ত শেষে তৎকালীন তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে ২০২৫ সালের ২ জানুয়ারি দায়রা জজ আদালতের বিচারক আসামির অনুপস্থিতিতে তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত।
রায়ের পর থেকেই আব্দুর রশিদ পলাতক ছিলেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে শনিবার দিবাগত রাতে হাতিরঝিলের মধুবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.