Nabadhara
ঢাকারবিবার , ১৮ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রশাসন বদ্ধপরিকর — ঢাকা রেঞ্জ ডিআইজি

গোপালগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ১৮, ২০২৬ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন, আসন্ন নির্বাচনকে নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন বদ্ধপরিকর। শান্তি-শৃঙ্খলা রক্ষায় যা যা করণীয়, তা বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

রোববার দুপুরে গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এক নিরাপত্তা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, “আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি দেশের মানুষকে একটি সুন্দর, অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে। এ লক্ষ্যে প্রশাসনের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা সম্মিলিতভাবে কাজ করছেন।”

তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কেউ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে জন্য প্রয়োজনীয় সব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিরাপত্তা সমন্বয় সভায় গোপালগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা, প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।