হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনের দুই সংসদ সদস্য প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আজ রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
নোটিশপ্রাপ্ত দুই প্রার্থী হলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মোসাদ্দেক ভুঁইয়া এবং বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মাওলানা আজিজুর রহমান।
নোটিশে উল্লেখ করা হয়, অধ্যাপক মোসাদ্দেক ভুঁইয়া গত ১৩ জানুয়ারি ৫০০ ফুট রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করেন। অপরদিকে, মাওলানা আজিজুর রহমান শহরের বিভিন্ন স্থানে নির্বাচনী পোস্টার স্থাপন করেন। এসব কর্মকাণ্ড জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধির লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়েছে।
এ বিষয়ে যুগ্ম জেলা ও দায়রা জজ (১ম আদালত) আগামী ২০ জানুয়ারি সকাল ১১টায় দুই প্রার্থীর স্বশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।
নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি শুনানি শেষে এ সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন নির্বাচন কমিশনের কাছে পাঠাবে বলে জানানো হয়েছে।

