Nabadhara
ঢাকারবিবার , ১৮ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে নির্বাচনী আচরণবিধি অবহিতকরণ আলোচনা সভা অনুষ্ঠিত

বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
জানুয়ারি ১৮, ২০২৬ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি

জামালপুরে নির্বাচনী আচরণবিধি অবহিতকরণ আলোচনা সভা ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে শহরের শহীদ সাফওয়ান মিলনায়তনে জামালপুর সদর উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভায় সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান শফির সভাপতিত্বে বক্তব্য রাখেন জামালপুর-৫ (সদর) আসনে বিএনপির দলীয় প্রার্থী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

এছাড়াও বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম খান সজিব, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগম এবং সদর আসনের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও শহীদ জিয়াউর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, প্রতীক বরাদ্দের পর আগামী ২২ জানুয়ারি থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করতে হবে। প্রতিটি ইউনিয়নের সব ওয়ার্ডে একযোগে মিছিল আয়োজনের পাশাপাশি নেতাকর্মীদের বিভিন্ন দলে ভাগ হয়ে নির্বাচনী আচরণবিধি মেনে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালাতে হবে। কোনোভাবেই আচরণবিধি লঙ্ঘন করা যাবে না বলে তারা কঠোরভাবে নির্দেশনা দেন।

আলোচনা সভায় জামালপুর সদর আসনের ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার অন্তর্ভুক্ত ১৩৪টি কেন্দ্র কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।