Nabadhara
ঢাকারবিবার , ১৮ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ আটক ১

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
জানুয়ারি ১৮, ২০২৬ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে মাদকসহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ১৫৭/২-এস থেকে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তসংলগ্ন ডাক্তারপাড়া এলাকায় চিলমারী বিওপির একটি টহল দল এ অভিযান চালায়।

অভিযানকালে মো. আশরাফুল মৃধা (৪৬) নামে এক বাংলাদেশি চোরাকারবারিকে ২৫ পিস ভারতীয় ইয়াবাসহ আটক করা হয়। আটক ব্যক্তি দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের শান্তিপাড়া গ্রামের বাসিন্দা।

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাদকসহ আটক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সম্প্রতি পরিচালিত এ অভিযান মাদক ও চোরাচালানবিরোধী কার্যক্রমের একটি প্রতিফলন। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ নির্মূলে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।