দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে মাদকসহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ১৫৭/২-এস থেকে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তসংলগ্ন ডাক্তারপাড়া এলাকায় চিলমারী বিওপির একটি টহল দল এ অভিযান চালায়।
অভিযানকালে মো. আশরাফুল মৃধা (৪৬) নামে এক বাংলাদেশি চোরাকারবারিকে ২৫ পিস ভারতীয় ইয়াবাসহ আটক করা হয়। আটক ব্যক্তি দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের শান্তিপাড়া গ্রামের বাসিন্দা।
পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাদকসহ আটক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সম্প্রতি পরিচালিত এ অভিযান মাদক ও চোরাচালানবিরোধী কার্যক্রমের একটি প্রতিফলন। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ নির্মূলে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.