Nabadhara
ঢাকারবিবার , ১৮ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে ভূমি অফিসের নাজির গোলাম গাউসকে সাময়িক অব্যাহতি, তদন্ত কমিটি গঠন

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)
জানুয়ারি ১৮, ২০২৬ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ভূমি অফিসের নাজির (সার্টিফিকেট পেশকার) মো. গোলাম গাউস খানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাত এবং সেবা গ্রহীতাদের হয়রানির অভিযোগে তাকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে। পাশাপাশি উপজেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে অভিযোগের সুষ্ঠু তদন্ত শুরু করেছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাস বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে এই নির্দেশনা জারি করেন। নাজিরের দায়িত্বে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্রও উদ্ধার করা হয়েছে।

সূত্রে জানা গেছে, গোলাম গাউস ভূমি অফিসের বিভিন্ন কাজ করিয়ে দেওয়ার কথা বলে সেবা গ্রহীতাদের কাছ থেকে টাকা গ্রহণ করতেন। কিন্তু অনেক ক্ষেত্রে কাজ না করে বছরের পর বছর তাঁদের হয়রানি করতেন। এছাড়া তিনি নিয়মিত অফিস ফাঁকি দিতেন এবং রাজবাড়ীর আদালতে ব্যক্তিগত মামলার হাজিরা দেওয়া সত্ত্বেও হাজিরা খাতায় স্বাক্ষর করতেন।

তদন্তে জানা গেছে, তিনি বিভিন্ন স্থানে অবৈধভাবে মাটি ও বালি উত্তোলনের সঙ্গে জড়িতদের কাছ থেকেও অর্থ গ্রহণের অভিযোগে implicity সংযুক্ত। ভুক্তভোগীরা জানান, খাস জমি বন্দোবস্ত করার কথা বলে ৫ হাজার টাকা করে নেয়া হলেও কাজ সম্পন্ন হয়নি এবং টাকা ফেরতও দেওয়া হচ্ছে না।

গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান জানান, ডিসি স্যারের নিকট নাজিরের বিরুদ্ধে লিখিত অভিযোগ ছিল। নতুন করে আরও কয়েকজন সেবা গ্রহীতা অভিযোগ দায়ের করেছেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, জনগণ যেন সরাসরি অফিসের সঙ্গে যোগাযোগ করে হয়রানি বা মধ্যস্বত্বভোগীর শিকার না হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।