ঝালকাঠি প্রতিনিধি
ন্যায়বিচারের দাবিতে জীবন উৎসর্গকারী শহীদ ওসমান হাদীর স্মরণে ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী আবেগঘন স্মরণ কর্মসূচি। অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীরা।
কর্মসূচির অংশ হিসেবে (আজ রোববার ১৮ জানুয়ারি)বিকেলে শহীদ ওসমান হাদীর জীবন, সংগ্রাম ও আত্মত্যাগ তুলে ধরে একটি জীবনীভিত্তিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ঝালকাঠি শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে প্রদর্শনীর উদ্বোধন করেন শহীদ কামালের সন্তান ও পরিবারের সদস্যরা। প্রদর্শনীতে অংশগ্রহণকারীরা শহীদ হাদীর জীবনচিত্র দেখে আবেগাপ্লুত হন।
এরপর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে “মার্চ ফর জাস্টিস” নামে একটি ভ্যানর্যালি শুরু হয়। র্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং ইনসাফ মঞ্চের সদস্যরা অংশ নেন। হাতে হাতে ছিল ন্যায়বিচারের দাবি লেখা প্ল্যাকার্ড, মুখে উচ্চারিত প্রতিবাদী স্লোগান। র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাধারণ মানুষের মধ্যে ন্যায়বিচারের সচেতনতা বৃদ্ধি করে।
সন্ধ্যায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘হাদী সন্ধ্যা’ স্মরণানুষ্ঠান। অনুষ্ঠানে স্মারক প্রবন্ধ উপস্থাপন, স্মরণসভা ও বক্তব্যে শহীদ হাদীর আদর্শ, সংগ্রাম এবং অসমাপ্ত স্বপ্নের প্রতি শ্রদ্ধা জানানো হয়। বক্তারা বলেন, শহীদ ওসমান হাদী শুধু একটি নাম নয়; তিনি ন্যায়, ইনসাফ ও মানবিকতার প্রতীক। তার হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার না হলে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা অসম্ভব হয়ে যাবে।
বক্তারা আরও বলেন, শহীদ হাদীর রক্ত বৃথা না যেতে দিন এবং ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
ঝালকাঠি ইনসাফ মঞ্চ নামের সংগঠন এ দিনব্যাপী কর্মসূচির আয়োজন করে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.