Nabadhara
ঢাকারবিবার , ১৮ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে নির্বাচন ঘিরে বাড়তি নিরাপত্তা, ৩৫টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
জানুয়ারি ১৮, ২০২৬ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। বাবুগঞ্জ–মুলাদী (বরিশাল-৩) আসনের বাবুগঞ্জ অংশে মোট ৫৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৫টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী জানায়, আগামী ২৪ দিন ভোটকে কেন্দ্র করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে। বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. এহতেশামুল হক বলেন, গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা ও ভোটকেন্দ্রসংলগ্ন স্থানে পুলিশের দৃশ্যমান টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি চেকপোস্ট বসানো হয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলছে এবং ‘অপারেশন ডেভিল হান্ট (ফেজ–২)’ পরিচালনা করা হচ্ছে।

বাবুগঞ্জ উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভোটকেন্দ্রগুলো ঝুঁকির মাত্রা অনুযায়ী তিন ভাগে ভাগ করা হয়েছে— ১৭টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ, ১৮টি কম ঝুঁকিপূর্ণ এবং ১৯টি সাধারণ ভোটকেন্দ্র। ভোটগ্রহণ শুরু থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত প্রতিটি কেন্দ্রকে অস্ত্রসহ পুলিশের বিশেষ টিম দ্বারা সুরক্ষা দেওয়া হবে। দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গে থাকবে বডি-ওর্ন ক্যামেরা।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসমা উল হুসনা বলেন, “নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।